
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ) বিকালে উপাচার্য যোগদানের বর্ষপূর্তি উপলক্ষে উপাচার্যের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি সমস্যা ও সীমাবদ্ধতাগুলোও সামনে আনেন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ,প্রক্টর এএফএম আরিফুর রহমান সহ অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন। এছাড়া নোবিপ্রবি প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও কর্মরত ক্যাম্পাস সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় সাংবাদিকরা নোবিপ্রবির সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা নিয়ে নিজেদের মতামত পেশ করেন। উপাচার্য তাঁদের পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর