
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ভিক্ষুকদের মাঝে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়।
এ আয়োজনে ৫ জন ভিক্ষুককে ৫ টি বকনা গরুর বাছুর, নগদ অর্থ ও ওষুধ প্রদান করা হয়।উপকার ভোগী হলেন, ফুলবাড়িয়া পৌর এলাকার বাসিন্দা আনোয়ারা বেগম, দেওখোলা ইউনিয়নের বেওয়া নেছা, বালিয়ান ইউনিয়নের বালাশ্বর এলাকার খুদেজা খাতুন, পুটিজানা ইউনিয়নের মোঃ সুরুজ আলী ও কুশমাইল ইউনিয়নের পাঁচ কুশমাইলের রমজান আলী।
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা।
এসময় ফুলবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোজাম্মেল হকসহ সমাজ সেবা অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর