
গাজীপুর কালীগঞ্জে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫- দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা । এতে নেতৃত্ব দেন কালীগঞ্জ (গাজীপুর-৫) আসনে মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় কালীগঞ্জ (গাজিপুর-৫)আসনের জামায়াতের নায়েবে আমীর এমপি প্রার্থী খায়রুল হাসান বলেন, সহস্রাদিক প্রাণের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, স্বাধীনভাবে সভা সমাবেশ ও মত প্রকাশের সুযোগ পেয়েছি। জাতি হামলা, মমলা, গুম, আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। আমরা জুলাই বিপ্লবের কারনেই আওয়মী দুঃশাসন থকে মুক্তি পেয়েছি। আজকে জুলাই বিপ্লব না হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়া মুক্ত হতে পেরতেন না, বিদেশে চিকিৎসার সুযোগ পেতেন না।
তিনি আরও বলেন, আজ এই বিএনপি জুলাই সনদ কে আইনে রূপ দিতে ভয় পাচ্ছে। ক্ষমতায় গেলে তারা ভাগ-বাটোয়ারা করে খাবে। এজন্যই তারা জুলাই সনদে সাক্ষর করছে না। তারা পিয়ারকে ভয় পাচ্ছে। পিয়ার মানে সব দলকে সমানভাবে মূল্যায়ন করা হবে। সকল দলকে নিয়ে জনকল্যাণমুখী সরকার গঠন হবে। কিন্তু বিএনপি তা চায় না।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি আমাদের নেতা কর্মীকে হুমকি-দামকি ভয়ভীতি দেখাতে ব্যস্ত। ধানেরশীষে ভোট না দিয়ে ঘরে ফিরতে পারবে না বলে হুমকি-দামকির অভিযোগ পাওয়া গেছে । ভয় দেখিয়ে লাভ নেই বাংলাদেশ জামায়েত ইসলাম এতে ভয় পায় না। জনগণ জবাব দিবে ব্যালটে।
কর্মসূচিতে দলের হাজারো নেতাকর্মী অংশ নেন। এসময় এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন, দিতে হবে দিয়ে দাও, জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিলটি কালীগঞ্জ শ্রমিক কলেজ থকে শুরু হয়ে ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে একই দাবিতে বাংলাদেশ খেলাফতে মজলিসের কালিগঞ্জ উপজেলা শাখা বিক্ষোভ মিছিল করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর