
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার চালানোর অভিযোগে মামলা করেছে সংগঠনটি।
সোমবার নোয়াখালীর সুধারাম মডেল থানায় ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখার তথ্য সম্পাদক মো. আবু সাঈদ মামলাটি করেন।
সংগঠনের পক্ষ থেকে থানায় দায়ের করা এজাহারে বলা হয়েছে, নোবিপ্রবির এক শিক্ষার্থী কর্তৃক স্ত্রী হত্যার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। ওই শিক্ষার্থীকে শিবিরকর্মী দাবি করে বিভিন্ন ফেসবুক পোস্টে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালানো হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, এসব পোস্টে শিবিরকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এমনকি রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করারও চেষ্টা করা হয়েছে।
মামলায় লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার মো মোখলেসুর রহমান ছেলে সফিক আরমান, লক্ষীপুর পৌরসভার রুহুল আমিন পাটোয়ারীর ছেলে রিয়াদ পাটোয়ারী, লক্ষীপুর সদরের মুসলে উদ্দিন পাটোয়ারীর ছেলে সজীব পাটোয়ারী ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখার আইন সম্পাদক মাহবুবুল আলম তারেক বলেন, নোয়াখালী শহরের মাইজদীতে ঘটে যাওয়া সাদিয়া ইসরাত মিমের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনায় তার স্বামী নোবিপ্রবি ১৮ ব্যাচের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদকে শিবিরের সাথে জড়িত বলে কয়েকজন সম্পুর্ন পরিকল্পিতভাবে শিবিরের উপর দায় দিয়ে তারা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছেন। যারা শিবিরকে ঘিরে সম্পুর্ন হীন রাজনৈতিক স্বার্থে এই ধরনের প্রোপাগান্ডা চালিয়েছেন তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু ২দিন পার হয়ে যাওয়ার পরেও তারা ক্ষমা না চাওয়ায় গতকাল শিবিরের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনিপদক্ষেপ নেয়া হয়েছে।
এছাড়াও তিনি আরো বলেন, পাশাপাশি শিবিরের পক্ষ থেকে মিমের হত্যাকাণ্ডের বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করে খুনিদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।
এবিষয়ে নোবিপ্রবি শাখা শিবিরের সেক্রেটারি আরিফুর রহমান সৈকতে বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে নোবিপ্রবি শিবিরকে জড়িয়ে যে গুজব ও অপপ্রচার চালানো হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। মিথ্যা তথ্য ছড়িয়ে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই। ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর