
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট পাঁচজনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
রবিবার দিনব্যাপী ও রাতে উপজেলার বক্তারপুর, পশ্চিম বালীগাঁও এবং নাগরী ইউনিয়নে এই অভিযানগুলো পরিচালিত হয়।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন।
ওসি জানান, রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বক্তারপুর ইউনিয়নের কৌচান এলাকার একটি লিচুবাগানে অভিযান চালানো হয়। এ সময় বিনিরাইলগামী সড়কের পাশে অবস্থিত বিনোদ চন্দ্র পালের বাগান থেকে মো. শুকুর আলী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। শুকুর আলী উপজেলার দূর্বাটি গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-২০) দায়ের করা হয়েছে।
একই দিনে অপর এক অভিযানে, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পশ্চিম বালীগাঁও এলাকায় মো. গোলাম মহিউদ্দিনের (৪৫) বসতঘরে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় তার শয়নকক্ষ থেকে ২০ পুরিয়া হেরোইন (যার ওজন ২ গ্রাম) উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—বাড়ির মালিক পশ্চিম বালীগাঁও গ্রামের মৃত মহসিনের ছেলে মো. গোলাম মহিউদ্দিন (৪৫), ঈশ্বরপুর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. মুন্না মিয়া (২৭) এবং পশ্চিম বালীগাঁও গ্রামের মো. কফিল উদ্দিনের ছেলে মো. শাহাদাত হোসেন শাকিল (২৭)। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৮(ক) ধারায় একটি মামলা (মামলা নং-২১) রুজু করা হয়েছে।
দিনের সর্বশেষ অভিযানে, রাত সোয়া আটটার দিকে নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় আ. সামাদের বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে মো. পনির হোসেন (৪৫) নামে একজনকে আটক করা হয়। আটক পনির পূবাইল থানার বিন্দান (জয়নগর) গ্রামের মো. আবু সাইদের ছেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-২২) দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। আটককৃত পাঁচ আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর