
আমাদের দেশের বেশিরভাগ মানুষ কৃষি করে খায়। কৃষিতে সময় মতো পানির সেচ আর ন্যায্য মূল্যে সঠিক সার না পেলে কৃষকদের ক্ষতি হয়ে যাবে।
তাই কৃষকদের দাবি আদায়ে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এসব কথা বলেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ী দানারহাট ঈদগাহ মাঠে ১৯ নং বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় দানারহাট এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা উলুধ্বনি দিয়ে মির্জা আলমগীরকে বরণ করে নেন।
মির্জা আলমগীর বলেন, ‘আমরা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রতিষ্ঠা করতে চাই। এ সরকার বড় ভুল করছে বাইরে থেকে ভুট্টা আমদানি করে। যেখানে আমার দেশের কৃষকরা ভুট্টার দাম পাচ্ছে না, সেখানে আপনারা কী করে ভুট্টাসহ অন্যান্য ফসল বাইরে থেকে আমদানি করছেন? কৃষকদের না বাঁচিয়ে এ সরকার বড় ভুল করছে। কৃষকদের সকল উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।’
স্বাধীন মত প্রকাশ ও সাংবাদিকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ মানুষ তাদের প্রত্যেকের নিজেদের কথা বলতে পারছে। যার যা ইচ্ছে বলতে পারছে। সাংবাদিকরা আজ তাদের নিজেদের মতো করে লিখতে পারছে। বিগত সরকারের সময়ে সাংবাদিকদের হাত ছিল বাঁধা। আমরা এ নীতিতে বিশ্বাসী না। তাই আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের এ স্বাধীনতা নিশ্চিত করব।’
পিআর পদ্ধতি ও আগামী নির্বাচনে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, ‘পিআর পদ্ধতি এখনো সাধারণ মানুষ বোঝে না। সাধারণ মানুষ ভোট দিতে চায়। আগে নির্বাচন হোক, পিআরের সিদ্ধান্ত পরে নেওয়া যাবে। আমরা ক্ষমতায় গেলে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে, এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে, মায়েদের ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। তাই আমাদের হাতকে শক্তিশালী করে দেশের মানুষের জন্য কিছু করার সুযোগ আপনারা করে দেবেন।’
১৯ নং বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাসেম আজাদের সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর