জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর অভিযোগ করেছেন, বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে পুলিশ ও প্রশাসনকে নিজেদের মতো ভাগ-বাটোয়ারা করছে।
তিনি বলেন, “বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি-ডিসি এগুলো ভাগ-বাটোয়ারা করছে এবং নির্বাচনের জন্য যে তালিকা করছে, তা সরকারের কাছে দিচ্ছে। এছাড়া উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোর সাথে সহায়তা করা হচ্ছে।”
নাহিদ ইসলাম বলেন, বৈঠকে তিনি নির্বাচন কমিশনের কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। তিনি অভিযোগ করেন, “সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। কোনো কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ দেখা যাচ্ছে।”
এছাড়া তিনি জানান, জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে এনসিপি নিশ্চিত হবে কেবল তখনই, যখন সনদের বাস্তবায়ন প্রক্রিয়া ও কার্যকারিতা নিয়ে যথাযথ নিশ্চয়তা মিলবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর