
রাজধানীর ফার্মগেট এলাকায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে সরকারি বিজ্ঞান কলেজের সামনে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুই দিন আগে একই এলাকায় ট্রাকচাপায় সিফাত নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেয়। তারা “সিফাত হত্যার বিচার চাই” স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে অবস্থান নেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি।”
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- সিফাত হত্যার দ্রুত বিচার, ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ, অস্থায়ী বাজার ও ভবঘুরে উচ্ছেদ, কঠোরভাবে ‘নো পার্কিং জোন’ ঘোষণা ও বাস্তবায়ন। তারা জানান, প্রতিদিন ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের কারণে পথচারীরা ঝুঁকির মুখে পড়ছেন। এ অবস্থার পরিবর্তন না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা
সাজু/নিএ
সর্বশেষ খবর