মুসলিম ধর্মাবলম্বী ও মসজিদগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ১ কোটি পাউন্ড (প্রায় ১৪ কোটি টাকা) বরাদ্দের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
সম্প্রতি ইস্ট সাসে ক্সের পিসহ্যাভেন মসজিদে অগ্নিসন্ত্রাসের ঘটনার পর বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন,“মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অতিরিক্ত অর্থ দিচ্ছে, যাতে তারা শান্তি ও নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতে পারেন।”
সরকার জানিয়েছে, এই তহবিল থেকে মসজিদ ও ধর্মীয় কেন্দ্রগুলোতে সিসিটিভি, অ্যালার্ম সিস্টেম ও নিরাপত্তাকর্মী নিয়োগে সহায়তা দেওয়া হবে। সরকারি তথ্যমতে, এ বছর যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষমূলক অপরাধ ১৯ শতাংশ বেড়েছে, যার ৪৪ শতাংশ মুসলমানদের লক্ষ্য করে সংঘটিত।
ব্রিটিশ মুসলিম ট্রাস্টের প্রধান নির্বাহী আকিলা আহমেদ বলেছেন,“প্রত্যেকে যেন শান্তিতে ও ভয়মুক্তভাবে জীবনযাপন করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।”
সাজু/নিএ
সর্বশেষ খবর