টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের খাল থেকে বিবস্ত্র অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি গত তিন দিন পূর্বে নিখোঁজ হওয়া গোলাপী বেগমের (৩২) বলে শনাক্ত করেছেন তার স্বামী আব্দুল কাদের।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ৮টার দিকে মির্জাপুর পৌর শহর দিয়ে প্রবাহিত বারই খালের বাইমহাটি অংশে কচুরিপানার সাথে তার লাশ আটকে থাকতে দেখে স্থানীয়রা। তার গলায় ওড়না পেঁচানো ও এক পা জিআই তার দিয়ে বাঁধা ছিল। মুখেও আঘাতের চিহ্ন দেখা গেছে।
গোলাপী বেগমের মা সমলা বেগম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মেয়ে নিখোঁজ হয়। নিখোঁজের কিছুক্ষণ পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এছাড়া খাল পার হওয়ার জন্য তাদের ব্যবহৃত নৌকাটিও তখন থেকেই নিখোঁজ ছিল। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে নৌকাটি বাইমহাটি প্রফেসর পাড়া এলাকার ব্রিজের সামনে কচুরিপানায় আটকে থাকা অবস্থায় দেখতে পায় তারা। ঘটনার দিন রাতেই মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ করেন গোলাপীর বাবা বিষা মিয়া।
স্বামী আব্দুল কাদেরের কাছে তাদের কারো সাথে বিরোধ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি এখনি বলা যাবে না।’ তবে তিনি তার স্ত্রীর নিরাপত্তা নিয়ে পূর্ব থেকেই উদ্বিগ্ন ছিলেন বলে তার সাথে কথা বলে জানা যায়।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এটি একটি স্পষ্ট হত্যাকাণ্ডের ঘটনা। এই হত্যার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর