১০০ দিন পেরোলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার না হওয়ার প্রতিবাদে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল পুকুর পাড় থেকে মিছিল শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়।
মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্রমজলিস, জমিয়তে তালাবায়ে আরাবিয়াসহ ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। এসময় তারা আগামী সাতদিনের মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সাজিদ হত্যার ১০০ দিন পেরিয়ে গেলেও এখনো দোষীদের গ্রেপ্তার করা হয়নি। তারা অভিযোগ করেন, ইবি প্রশাসন এতটাই অদক্ষ ও অযোগ্য যে তিন মাস দশদিন পরেও খুনিদের কোনো তথ্য উদ্ঘাটন করতে পারেনি। আমরা দ্রুত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুব আলী বলেন, “আমরা সাজিদ হত্যার বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। এই খুনের বিচার যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী নিরাপদবোধ করবে না। আমরা প্রশাসনের কাছে জানতে চাইÑএমন কি আছে যে কারণে এখনো খুনিদের গ্রেপ্তার করা হচ্ছে না। দ্রুত খুনিদের গ্রেপ্তার করতে হবে।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ অভিযোগ করেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন অথর্বের ভূমিকায় আছে। সিআইডিকে তদন্তভার দিয়েছে, কিন্তু সিআইডি বারবার সময় নিচ্ছে। খুনি যত শক্তিশালী হোক না কেন তাদের গ্রেপ্তার করতে হবে। যতদিন পর্যন্ত সাজিদের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হবে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।”
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়। পরে ৩ আগস্ট ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে সাজিদের মৃত্যু হয় বলে জানানো হয়। এই ঘটনার পর থেকে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতসহ সাজিদ হত্যার সুষ্ঠু বিচার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর