বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা আয়োজন করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং পারস্পরিক সহমর্মিতা ও সহায়তার মনোভাব গড়ে তোলা।
গতকাল ২৮ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ এবং অধ্যাপক মাহমুদা খানম হেলথ কেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্কের চ্যালেঞ্জ ও এর ব্যবস্থাপনা” শীর্ষক কর্মশালার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কজনিত মানসিক চাপ, আবেগ নিয়ন্ত্রণ ও সুস্থ সম্পর্ক গড়ে তোলার কৌশল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এতে মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
একই দিনে বিকেলে অনুষ্ঠিত রিলস প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান এবং মানসিক সুস্থতা বজায় রাখতে পারস্পরিক সহায়তা ও ইতিবাচক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর