জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাতে জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। যেখানে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার দায়িত্ব পেয়েছেন।
এছাড়া উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম এবং দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদকের মহির আলম দায়িত্ব পেয়েছেন। এদের মধ্যে সিয়াম বাদে বাকি তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আবু তৌহিদ সিয়াম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।’
অন্যদিকে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে ঢাবি সংসদের কমিটি ঘোষণা করা হয়। এতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং সাধারণ সম্পাদকে আল আমিন সরকার দায়িত্ব পেয়েছেন। এছাড়া মো. সাইফুল্লাহকে দেয়া হয়েছে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব। তিনি মুহসিন হল ছাত্র সংসদের সমাজসেবা পদে নির্বাচিত হয়েছেন।
ওই বিজ্ঞপ্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গের নির্দেশনা দেয়া হয়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। কিন্তু আট মাসের মাথায় গত ২৩ অক্টোবর এই সংগঠন নাম পাল্টে হয়ে যায় ‘জাতীয় ছাত্রশক্তি’। ওইদিন রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণবিষয়ক জাতীয় সম্মেলন হয়। তবে সংগঠনটির নতুন কোন কমিটি ঘোষণা করা হয়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর