গাজীপুরের কালীগঞ্জে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত হয়েছে। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (০১ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায়ীবৃন্দ ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সমবায়ের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠের মাধ্যমে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মনোজ্ঞ এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা জেসমিন বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া। সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, "কালীগঞ্জের সমবায়ীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। একটি সফল সমবায় সমিতি কেবল তার সদস্যদের ভাগ্য পরিবর্তন করে না, বরং পুরো সমাজকে এগিয়ে নিয়ে যায়। আমাদের প্রধান লক্ষ্য হলো, প্রতিটি সমবায় সমিতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। প্রশিক্ষণের মাধ্যমে সমবায়ীদের দক্ষতা বৃদ্ধি করে তাদের আত্মনির্ভরশীল প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা বদ্ধপরিকর।" তিনি আরও বলেন, "নিবন্ধিত সমবায় সমিতিগুলোর নিয়মিত তদারকি করা হচ্ছে এবং নতুন নতুন উদ্যোক্তাদের সমবায়ের ছায়াতলে আসতে উৎসাহিত করা হচ্ছে।"
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলামের অনুপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। তিনি তার বক্তব্যে বলেন, "সমবায় আন্দোলন হলো একটি সামাজিক আন্দোলন, যা দেশের তৃণমূল পর্যায়ের মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবচেয়ে বড় হাতিয়ার। বর্তমান সরকার সমবায়ীদের পাশে থেকে উদ্যোক্তা তৈরি, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের সততা, একতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমবায় সমিতিগুলোকে আরও শক্তিশালী করতে হবে। সমবায়ের মাধ্যমে অর্জিত ক্ষুদ্র ক্ষুদ্র সাফল্যই একদিন দেশের সামগ্রিক অর্থনীতিকে বদলে দেবে।" তিনি কালীগঞ্জের সমবায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেটুন হিন্দু কো-অপারেটিভ লি: এর কোষাধক্ষ্য জীবনচন্দ্র ধর, বাঙাল হাওলা আশার আলো সমবায় সমিতি লি: এর সাবেক সভাপতি বিশ্বনাথ দাস, রাজনগর ইউনাইটেড কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি হুমায়ুন কবীর প্রমূখ।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেশের উন্নয়নে সমবায়ের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরে এক উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
পরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি-২০২৪ হিসেবে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, তুমিলিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এবং বান্দাখোলা বহুমুখী সমবায় সমিতি লিঃ কে পুরস্কৃত করা হয়।
এছাড়াও অতি চালাক পর্যায়ে চরিত্র সমবায় হিসেবে পুরস্কৃত হন মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ডেভিড রোজারিও, তুমিলিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর রিংকু লরেঞ্জ গমেজ।
কুশল/সাএ
সর্বশেষ খবর