ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইান ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪০৩ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে জবাব না দিলে, স্থায়ী বহিষ্কার করা হতে পারেন এই শিক্ষার্থীরা।
মঙ্গলবার সন্ধ্যায় (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্য-সচিব সাইফুদ্দীন আহমদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, জুলাই অভ্যুত্থানে সহিংসতার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট প্রদান করেন এবং চলতি বছরের গত ১৭ মার্চে সিন্ডিকেট সভায় বিস্তারিত আলোচনা শেষে উক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া অস্থিতিশীলতা ও সহিংস কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে গঠিত তথ্যানুসন্ধান কমিটি প্রথম দফায় ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে প্রতিবেদন দেয়। ওই শিক্ষার্থীদের ইতোমধ্যে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
পরবর্তীতে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি দ্বিতীয় দফা পর্যালোচনায় আরও ২৭৫ জনের সংশ্লিষ্টতা পায়। ফলে মোট অভিযুক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৩ জনে। অভিযুক্ত শিক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন তাদের স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না—তার কারণ দর্শিয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে একতরফা ব্যবস্থা নেওয়া হবে।
প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, শনাক্তদের মধ্যে কিছু বহিরাগত থাকলেও অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সহিংসতায় যাদের সম্পৃক্ততা প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
২০২৪ সালের ১৫ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেআইনী ও সহিংস ঘটনায় জড়িতদের তালিকা দেখতে ক্লিক ( http://tiny.cc/y6lu001) করুন।
সর্বশেষ খবর