অবিভক্ত ভারতবর্ষের প্রখ্যাত মুসলিম কবি মুহাম্মদ ইকবাল ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে শুরু হচ্ছে ‘দ্য রোল অব ইকবাল অ্যান্ড নজরুল ইসলাম ইন ন্যাশনাল অ্যাওয়েকেনিং’ শীর্ষক ইন্টারন্যাশনাল কনফারেন্স শুরু হচ্ছে আগামী রোববার (৯ নভেম্বর)। ২ দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ ছাড়া পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, আমেরিকা, কাতার, মিশর, কানাডা, জার্মানী, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ইরান, তুরস্ক, নেপাল, মালয়েশিয়া, মরিসাস, জাপানসহ ২২ দেশের অধ্যাপক ও গবেষকরা অংশগ্রহণ করবেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। জানানো হয়, উর্দু বিভাগ ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক ঘট (বিআইআইটি) এর যৌথ আয়োজনে এই সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনটি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনসহ মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মোট ১৮টি সেশনে ১২৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। ৯ নভেম্বর বিকেল ৫টায় দেশ-বিদেশের খ্যাতিমান কবিগণ জমজমাট মুশায়েরা ও গফল সন্ধ্যায় অংশ নেবেন।
পাকিস্তান থেকে ড. ফাতেমা হাসান, ড. হুমায়রা ইশফাক, জার্মানী থেকে সরওয়ার গাযালী, মিশর থেকে অধ্যাপক কাজী আহমদ আব্দুর রাহমান, ইংল্যান্ড থেকে আমীর মেহেদী, আমেরিকা থেকে গাওছিয়া সুলতানা নুরী, ভারত থেকে অধ্যাপক খাজা মুহাম্মদ ইকরামুদ্দীন, অধ্যাপক আসলাম জামশেদপুরী, কবি আফজাল মুঙ্গলুরী, নেপাল থেকে কবি সাকিব হারুনী, কানাডা থেকে ওয়ালী আলম শাহীন, নরওয়ে থেকে ফয়সাল নেওয়ায় চৌধুরীসহ অনেকেই এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশ নেয়ার কথা রয়েছে।
উর্দু বিভাগের চেয়ারম্যান জনাব মো. গোলাম মাওলার সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে, কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি এবং বিআইআইটির মহাপরিচালক ড. মো. আব্দুল আজিজ এবং দৈনিক আমার দেশ মাহমুদুর রহমান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর