পটুয়াখালীর বাউফল উপজেলার ছোট্ট একটি বাজার "নুরাইনপুর"। এখানেই দেখা মিলেছে এক ভিন্ন রকম বন্ধুত্বের গল্প। এক পাশে ব্যবসায়ী হেমায়েত, অন্য পাশে সাদা পাখি—একটি বকের ছানা।
চার মাস আগে এই বন্ধুত্বের শুরু। স্থানীয় একটি বাড়ির গাছে বহু বছর ধরে বকেদের বসবাস। এখন সেই গাছকে সবাই চেনেন বকের বাড়ি নামেই। একদিন সেই গাছ থেকেই বাতাসের ঝাপটায় পড়ে যায় একটি বকের ছানা। আহত অবস্থায় তাকে আক্রমণ করে গুইসাপ। ঠিক তখনই দৌড়ে গিয়ে উদ্ধার করেন স্থানীয় ব্যবসায়ী হেমায়েত উদ্দিন।
হেমায়েতের ভালোবাসায়, যত্ন আর চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে অসুস্থ ওই বকের ছানা। ফিরে যেতে পারতো নিজের দলে, কিন্তু তা হয়নি। থেকে গেছে হেমায়েতের কাছেই—বন্ধু হয়ে।
সরেজমিন দেখা যায়, বকের বাড়িতে শতশত বকের বসবাস। আর হেমাতের বন্ধু হয়ে ওঠা বকের ছানা দিনভর তার দোকানের আঙিনায় ঘুরে বেড়ায়, দোকানের চেয়ারের হাতলে বসে থাকে নিশ্চিন্তে। ক্ষুধা লাগলে ভিন্নভাবে জানিয়ে দেয় হেমায়েত উদ্দিনকে। মাঝে মাঝে উড়ে যায় আকাশে, কিছু সময় পরেই ফিরে আসে তার প্রিয় বন্ধুর কাছেই।
ব্যবসায়ী হেমায়েত উদ্দিন বলেন, ওর (বকের ছানা) খুনসুটি দুষ্টামি আমাকে মাতিয়ে রাখে সারাক্ষণ। আমি কখনো তাকে বন্দি করে রাখবো না। নিজের মতই থাকবে। আমি বিভিন্ন স্থান থেকে তার জন্য পুঁটি মাছ সংগ্রহ করি। মাঝেমাঝে নিজেও মাছ শিকার করি। যতদিন আমার কাছে থাকবে আমি লালন পালন করবো। রাতেও বকের ছানাটি হেমায়েতের সাথে দোকানেই ঘুমায়।
পটুয়াখালী রেঞ্জের বাউফল উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, এরকম বন্ধুত্ব অস্বাভাবিক না। যেকোনো প্রাণী যত্ন লালন পালন ও নিরাপদ আবাসস্থল চায়। বকের ছানাটিকে অবমুক্ত করার চেষ্টা করা হয়েছিলো কিন্তু পরে বকের ছানা হেমায়েতের কাছেই চলে যায়। এ বিষয়ে হেমায়েতকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
বাউফল সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মারুফা আক্তার বলেন, পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে প্রাণীদের সাথে মানুষের সহবস্থান ছিল। কিন্তু ধীরে ধীরে যান্ত্রিকতার পৃথিবী এগিয়ে গেলেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষ ও প্রাণীকূলের সম্পর্ক। হেমায়েত ও বকের ছানার বন্ধুত্ব যেমন খুবই সুন্দর তেমনই শিক্ষনীয়। তারা সহজাত নয়, ভাষার মিল নেই কিন্তু পরম ভালোবাসা ও বিশ্বাসের বন্ধুত্ব আছে।
প্রাণী প্রেমী সংগঠন অ্যনিম্যাল লাভারস পটুয়াখালীর সদস্যরা বলছেন, এ যেন এক সাদা পাখির মায়াময় বন্ধুত্ব—যেখানে আছে কেবল বিশ্বাস ও ভালোবাসা।
নুরাইনপুর বাজারের ব্যবসায়ী হেমায়েত আর সাদা পাখি বকের বন্ধুত্ব আমাদের শেখায়—ভালোবাসা আর যত্নই সবচেয়ে বড় সম্পর্ক। সহজাত হওয়া জরুরি নয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর