ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা গণমানুষের কাছে পৌঁছে দিতে গণসমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আলাউদ্দিন মৃধার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ, আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, উসমান গনি মল্লিক মাখন, আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠান। দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মতিউর রহমান মিলটন, তাজমুল হক মন্ডল, যুবনেতা মাসুদ রানা; এছাড়াও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ও ইউনিয়নের স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষের জন্য আপনারা কাজ করবেন, কারো কথা শোনার প্রয়োজন নেই। আমরা চাই জনগণের ঐক্য, ভালুকাতে যারা আওয়ামী ফ্যাসিস্ট ছিল তারা ৫ আগস্টের পর চলে গেছে, এখন যারা ভালুকাতে বসবাস করছে তারা অত্যাচারী না সাধারণ মানুষ, তাদের ওপর কোনো কিছু চাপানোর চেষ্টা করবেন না। দলে কোনো সন্ত্রাসের ঠাঁই হবে না। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের কোনো বিকল্প নেই।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর