ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির মনোনয়ন প্রদানকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ও আহাম্মেদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের মাঝে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য তানজিন আহমেদ আবিদের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এদিন রাতেই বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হিরণসহ আরও চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ।
জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন দেওয়ায় মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা ৬ দিন ধরে গৌরীপুরে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। ঘটনার দিন বিকেলে গৌরীপুর পৌর শহরে কালীখলা এলাকায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা মহিলা দলের উদ্যোগে সমাবেশ চলছিল। এতে প্রধান অতিথি ছিলেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। সমাবেশ চলাকালে ইকবাল হোসেইন গ্রুপের সমর্থকরা ওই সমাবেশে হামলা করলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ঘটে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০-৬০ জন আহত হন।
সংঘর্ষের ঘটনার পর উভয় পক্ষ পৃথক পৃথক সংবাদ সম্মেলন করেন। এতে একে অপরকে ঘটনার জন্য দায়ী করেন।
সংবাদ সম্মেলনে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, ঘটনার দিন বিকেল মহিলা দলের সমাবেশ চলাকালে ইকবাল হোসেইন গ্রুপের লোকজন অতর্কিতে হামলা চালান। সমাবেশের মঞ্চ, প্যান্ডেল ও চেয়ার ভাঙচুর করে। এ হামলায় আমার স্ত্রীসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এদিকে ইকবাল হোসাইনের কর্মসূচিতে যোগদান করে হঠাৎ স্ট্রোক করে মারা যান ছাত্রদল সদস্য তানজিন আহমেদ আবিদ। এ মৃত্যুকে নিয়ে বর্তমানে অপপ্রচার চালাচ্ছেন তারা। তিনি এ হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক দায়ীদের বিচার দাবি করেন।
অপরদিকে ইঞ্জিনিয়ার ইকবাল গ্রুপের পক্ষে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম শহীদ বলেন, আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা তাদের মিছিলে হামলা করে বেশ কয়েকজন নেতা-কর্মীকে আহত করে। পরে ইকবাল অনুসারী নেতা-কর্মীদের অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে।
এছাড়া ১১ টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা। হামলায় আহত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য তানজিন আহমেদ আবিদ মারা যান।
এক প্রশ্নের জবাবে হাবিবুল ইসলাম শহীদ বলেন, মহিলা সমাবেশে কারা হামলা করেছে সেটা আমরা জানি না। সেই সময় আমরা মিটিংয়ে ছিলাম।
বিএনপির এসকল ঘটনায় গৌরীপুর শহরে বর্তমানে জনমনে আতঙ্কের পাশাপাশি থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর