কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এ লক্ষ্যে গঠন করা হয়েছে বিশেষ ‘হোন্ডা মোবাইল’ টিম। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টার দিকে ওসি ওবায়দুর রহমানের নেতৃত্বে ২০টি মোটরসাইকেল নিয়ে গঠিত এই বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় টহল ও অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন ঢাকামুখী যাত্রা করতে না পারে, সেজন্য উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে চেকপোস্ট স্থাপন করা হবে। একই সঙ্গে লকডাউন কর্মসূচিতে অংশ নিতে বা মাঠে নামতে চেষ্টা করলে তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী কয়েক দিন ঈশ্বরগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলেও জানা গেছে।
এ বিষয়ে ওসি মো. ওবায়দুর রহমান বলেন,“কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন ঘিরে কেউ যেন ঢাকায় যেতে না পারে এবং ঈশ্বরগঞ্জে কোনো প্রকার নাশকতা ঘটাতে না পারে— সে লক্ষ্যে বিশেষ ‘হোন্ডা মোবাইল’ টিম মাঠে কাজ করছে। আওয়ামী লীগের কোনো পক্ষ নাশকতা বা অপতৎপরতা চালানোর চেষ্টা করলে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সর্বাত্মক প্রস্তুত রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর