সন্ধ্যায় মায়ের দেওয়া মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পর থেকেই নিখোঁজ হন তিন সন্তানের জননী গোলাপী বেগম (৩২)। ২৬ অক্টোবর নিখোঁজ হওয়ার তিনদিন পর তাঁর মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া খাল থেকে, বিবস্ত্র ও নৃশংস অবস্থায়। লাশটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সবাই। ঘটনার পর তাঁর স্বামী আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ইতোমধ্যে তিনদিন মেয়াদে তাঁর একদফা রিমান্ডও সম্পন্ন হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের জট খুলছে না।
এদিকে গোলাপী বেগম হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে তাঁর আত্মীয়স্বজন ও এলাকাবাসী। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে মির্জাপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গোলাপীর বাবা ও মামলার বাদী বিষু মিয়া পুলিশের প্রতি তাঁর মেয়ের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা ও বিচারের জোর দাবি জানান।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সানাউল্লাহ বলেন, নিখুঁত পরিকল্পনা করে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। তদন্তকাজ অনেক দূর এগিয়েছে, আশা করছি দ্রুতই এই হত্যার রহস্য ও জড়িতদের সামনে আনতে পারবো।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর