সিলেটের পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক্স নোহা, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পুলিশের একটি পিকআপসহ মোট ১৩টি যানবাহন পুড়ে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান। রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পর প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আগুন ছড়িয়ে পড়ায় মোট আটটি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত তিনটা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।
দেখা যায়, ‘ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’ নামের গাড়ি মেরামত, ডেন্টিং ও পেইন্টিংয়ের দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে। দোকানে থাকা মোট ১০টি গাড়ি ও তিনটি মোটরসাইকেল ছাই হয়ে যায়। আগুনের তাপে কিছু গাড়ির ইঞ্জিন সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুনের তীব্রতা বাড়ে। আশপাশের আরও দুইটি ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে। ভেতরে কোনো দাহ্য পদার্থ ছিল কি না—তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।
ফায়ার সার্ভিসের বিভাগীয় সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া জানান, গভীর রাতে আগুন লাগার কারণে দোকানে কেউ উপস্থিত ছিলেন না। আগুন কীভাবে শুরু হলো, তা জানতে প্রত্যক্ষদর্শীর তথ্যসহ তদন্ত চলছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর