গ্যাসের সিলিন্ডার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে অগ্নিকাণ্ডের ঘটনা। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ছাড়াই খবর পাওয়ার পরপরই মাত্র ১২ মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
সোমবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে হলের এক্সটেনশনের এক দোকানে গ্যাসে সিলিন্ডারের লাইন পরিবর্তনের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন, বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা।
তিনি সাংবাদিকদের বলেন, ‘হলের ভেতরে একটি এক্সটেনশন রয়েছি, যেটি মূলত দোকান। এখানে কোন গ্যাস লাইন থাকাতক সেখানে একটি গ্যাস সিলিন্ডার ছিল। সেখান থেকেই অগ্নিসংযোগের ঘটে। পরবর্তীতে ফায়ার বির্গেডকে খবর দিলে তারা সাড়ে ৬টার মধ্যেই কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সৌভাগ্যক্রমে হলে শিক্ষার্থী কম থাকায়, বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছি।’
এদিকে ফায়ার সার্ভিসের জোন-১ এর কমান্ডার মো. এনামুল হক বলেন, ‘আমরা ৬টা ১৩ মিনিটে বিজয় একাত্তর হলে আগুন লাগার খবর জানতে পারি, এরপরই প্রথমে দুটি ইউনিটে পরবর্তীতে আবার ২টি ইউনিট যুক্ত হয়ে অগ্নি নির্বাপণে অংশ নেয়। যার ফলে আমরা ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই এবং ৬টা ৩০ মিনিটে পুরোপুরি অগ্নি নির্বাপণ করে ফেলি। এখানে এসে দেখতে পাই, হলের চুলার রান্নাঘরের যে গ্যাস সিলিন্ডার ছিল, সেই গ্যাস সিলিন্ডারের লাইন পরিবর্তন করার সময় কাছাকাছি আগুন সংস্পর্শে আসাতে আগুন লেগে যায়।’
অসতর্কতাবশত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কোন ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেনি, অসতর্কতাবশত এটি হয়েছে। তাছাড়া কেউ আমরা হতাহতের হননি এবং তেমন বড় ধরনের কোন ক্ষতিও হয়নি। তবে রান্না সামগ্রী কিছু সেইসব পুড়েছে।’
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর