গাজীপুরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল থেকে ২৪ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বাসন থানার টেকনগপাড়া এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান বলেন, জিএমপি মোবাইল–২ ও কিলো–২ টিম যৌথভাবে হোটেলটিকে ঘিরে ফেলে। এ সময় হোটেলের কিছু কক্ষে নারী–পুরুষের উপস্থিতি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। তারা প্রকাশ্যে দেহ প্রদর্শনের মাধ্যমে অনৈতিক কাজের জন্য অন্যদের প্রলুব্ধ করার চেষ্টা করছিল বলে পুলিশ নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, অভিযানে মোট ২৪ জনকে (১৭ জন পুরুষ ও ৭ জন নারী) আটক করা হয়। পরে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
ওসি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ও পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।
শাহিন খান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা, অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এমন অভিযান চলবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর