আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি।
প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে নোয়াখালী এক্সপ্রেস। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর