নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুনের শিখা দেখা দিলে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট পৌঁছে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইটি পরিবহন বাস সম্পূর্ণ পুড়ে গেছে, আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার ঘটনাটিকে স্পষ্ট নাশকতা বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, তাঁকে বদলি করার উদ্যোগ ঠেকাতেই পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে। রাজনৈতিক অস্থিরতার সময়েও কখনো এমন ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, এটি সাধারণ মানুষের কাজ নয়।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের সঠিক কারণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
সাজু/নিএ
সর্বশেষ খবর