বগুড়া জেলার শাহজাহানপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ছিনতাইকারীদের হামলায় আহত ট্রাকচালক ও তার সহকারীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ঢাকামুখী লেনে শাহজাহানপুর থানাধীন বি-ব্লক ওভারপাস পার হওয়ার পর ফুটওভার ব্রিজের সামান্য সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা মেট্রো ট-২৪-৫২৯২ রেজিস্ট্রেশন নম্বরের একটি ট্রাক থামিয়ে দুইজন ছিনতাইকারী ট্রাকটির ড্রাইভার রাজু ও হেলপার সুমনকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করছিল।
এ বিষয়ে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে টহল দল তাদের ধাওয়া করে। ধাওয়া করার এক পর্যায়ে পুলিশ এরশাদুল (৪২) নামে এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত এরশাদুল মৃত রেহেল উদ্দিনের পুত্র এবং সে বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন রহিমাবাদ উত্তরপাড়ার বাসিন্দা।
আটক ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি হাসুয়া এবং ছিনতাই করা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক রাজু এবং হেলপার সুমন সামান্য আহত হন। হাইওয়ে পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর