ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, ইতোমধ্য ইলেকশন কমিশন (ইসি) নির্বাচনের প্রায় যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে ফেলেছে। চলতি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানা গেছে। এখন হিসাব কষার পালা- কোন দল ভোটের মাঠে এগিয়ে , কোন দল কত শতাংশ ভোট পেতে পারে , কোন দল রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, এসব আলোচনাই যেন এখন সর্বত্র তুঙ্গে।
সম্প্রতি দেশে ভোটের অবস্থা নিয়ে কয়েকটি জরিপ সংগঠন তাদের গবেষণা প্রতিবেদন তুলে ধরেছে, যেখানে আসন্ন নির্বাচনে খুব জোড়ালো হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনের অন্যতম বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর মধ্য এ শক্ত লড়াই হবে বলে সাম্প্রতিক জরিপগুলোতে উঠে এসেছে।
অক্টোবর মাসের মাঝামাঝি বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, এর প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়- দেশের মোট ছয় বিভাগের ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রংপুরে বিভাগে এগিয়ে জামায়াতে ইসলামী আর বরিশাল বিভাগের ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ।
জরিপের ফলাফলে দেখা গেছে, দেশের ছয়টি বিভাগ—ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রামে ভোটারদের সমর্থনে এগিয়ে রয়েছে বিএনপি। এসব অঞ্চলে বিএনপির পেছনে রয়েছে যথাক্রমে জামায়াত ও আওয়ামী লীগ। রংপুর বিভাগে এগিয়ে আছে জামায়াত, আর বরিশালে এগিয়ে আওয়ামী লীগ। সার্বিকভাবে ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে বিএনপি, দ্বিতীয় স্থানে জামায়াত, তৃতীয় স্থানে আওয়ামী লীগ এবং চতুর্থ স্থানে রয়েছে এনসিপি।
তবে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত এক জরিপে দেখা যাচ্ছে বিএনপি ও জামায়াত বেশ জোড়ালো শক্ত প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছে, দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জরিপটিতে সম্পষ্টভাবে উঠে এসেছে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি জরিপের ফলাফলে জানা যায়- আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ৩০ শতাংশ ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে ভোট দেবেন এবং ২৬ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে ভোট দেবেন।
অর্থাৎ, এই দুই দলের মধ্যে সমর্থন বিচারে ব্যবধান মাত্র ৪ শতাংশ। জরিপ অনুসারে, একই শর্তে, অর্থাৎ আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দেবেন ৬ শতাংশ ভোটার, জাতীয় পার্টিকে ভোট দেবেন ৫ শতাংশ ভোটার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবেন ৪ শতাংশ ভোটার। অন্যান্য দলকে ভোট দেবেন ৮ শতাংশ ভোটার।
সাজু/নিএ
সর্বশেষ খবর
এক্সক্লুসিভ এর সর্বশেষ খবর