সাউথ আফ্রিকায় নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী আমিনুর ইসলাম (৪৫) নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামের মৃত আজিজ সিদ্দিকীর ছেলে বলে জানা গেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই হত্যাকাণ্ডের সময়কার একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় কয়েকজন সন্ত্রাসী তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রবেশ করে আমিনুর ইসলামের মাথায় ৬ বার গুলি করে মৃত্যু নিশ্চিত করার পর ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে তার এই হত্যাকাণ্ডে আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশী কয়েকজনের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমিনুর ইসলাম সাউথ আফ্রিকায় অবস্থানরত মির্জাপুরের এক ব্যবসায়ীসহ কয়েকজনের কাছে কয়েক কোটি টাকা পাওনা ছিলেন।
এনিয়ে ২০২৩ সালে মির্জাপুরের আজগানা গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলাও করেন তিনি। আফ্রিকায় বাঙালিরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য অনেক সময় আফ্রিকান কিলার ভাড়া করে হত্যাকাণ্ড ঘটানোর মতো উদাহারণ রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আমিনুর ইসলাম দীর্ঘ ১৫ বছর বছর যাবৎ সাউথ আফ্রিকার লিম্পু শহরে বসবাস করে ব্যবসা করে আসছিলেন। সেখানে তার একটি সুপারশপ ছাড়াও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
নিহত আমিনুর ইসলামের চাচাতো ভাই রুহুল আমিন সিদ্দিকী বলেন, দ্রুত ভাইয়ের লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে। সাউথ আফ্রিকায় অবস্থান করা অন্য কয়েকজন ব্যবসায়ীর কাছে তার ভাই কয়েক কোটি টাকা পাওনা রয়েছেন বলেও জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর