রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের পাশে আইনাল কবির খানের পুকুর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
রোববার (৭ ডিসেম্বর) সকালে পুকুরে ভেসে থাকা লাশ প্রথমে দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পাংশা মডেল থানা পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে।
পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গনি এ তথ্য নিশ্চিত করে বলেন সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে গর্ভপাতের পর কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর