ছাত্রকে যৌন হয়রানি-মারধরের অভিযোগে কারাগারে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এরশাদ হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছল বিশ্ববিদ্যালয়টি।
সোমবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করা হয়। এতে জানানো হয় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সিন্ডিকেট সভায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে ফ্রেমকৃত চার্জ তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব ও অভিযুক্ত ব্যক্তির একজন প্রতিনিধিকে তদন্ত কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত)-কে কমিটির সদস্য-সচিব করা হয়েছে। ৩ মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্ত কমিটিকে অনুরোধ করা হয়েছে।
এর আগে গত ১৩ নভেম্বর রাত প্রায় ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বেশ কয়েকজন পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মিরপুর মডেল থানা পুলিশ শেওড়া পাড়া থেকে বিভাগটির অধ্যাপক ড. এরশাদ হালিমকে তার বাসায় অভিযান চালিয়ে হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী এক শিক্ষার্থীর মামলার আবেদনের প্রেক্ষিতে আদালতে পাঠানো হয়। পরে ১৪ নভেম্বর বিকালে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর