'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
'সবাই মিলে গড়বো দেশ-দুর্নীতি মুক্ত বাংলাদেশ' শ্লোগানে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা হয়। উপজেলা দুদক কমিটির সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও ফাহমিদা আফরোজ।
অন্যদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, উপজেলা দুদকের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ বক্তব্য রাখেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম ও নজরুল ইসলাম দুদু, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর