গতকাল ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে দলীয় অনলাইন কার্যক্রমের প্রসঙ্গ তুলে সাইবার প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকা পালনের জন্য জিয়া সাইবার ফোর্সের প্রশংসা করেন।
তিনি বলেন, ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপটে অনলাইন মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সে ক্ষেত্রে দলকে সংগঠিতভাবে প্রস্তুত থাকতে হবে। এ সময় তিনি অনলাইন কার্যক্রমকে আরও কার্যকর করার আহ্বান জানান।
এ বক্তব্যের পর জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। সংগঠনটির সভাপতি কে. এম. হারুন অর রশীদ এক প্রতিক্রিয়ায় বলেন, বিএনপির একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে জিয়া সাইবার ফোর্স ভবিষ্যতেও দলীয় আদর্শ অনুসরণ করে সংগঠিতভাবে কাজ করে যাবে।
এ বিষয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মার্চেন্ট মেরিন অফিসার মিয়া মো. রাজিবুল ইসলাম বলেন, দলের শীর্ষ নেতৃত্বের এই বক্তব্য তাঁদের কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি জানান, জিয়া সাইবার ফোর্স দলীয় অনলাইন কার্যক্রমে সক্রিয় থাকার পাশাপাশি ভবিষ্যতেও নিয়মতান্ত্রিক ও সাংগঠনিকভাবে কাজ চালিয়ে যাবে।
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর