স্মৃতি, বন্ধুত্ব ও অর্জনের গল্পে ভর করে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ টিনাবের আয়োজনে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয় টিনাব গ্র্যান্ড রিইউনিয়ন ২৫।
দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় টেক্সটাইল পরিবারের এক আবেগঘন পুনর্মিলনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএমএ প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন মিথেলা গ্রুপের পরিচালক মাহবুব খান হিমেল।
সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জি. এম. ফয়সাল, প্রকৌশলী মিজানুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা। এরপর স্বাগত বক্তব্য দেন টিনাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। দেশের টেক্সটাইল খাতের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখেন এটিইটি কনভেনর মিজানুর রহমান।
অনুষ্ঠানে টিনাবের পক্ষ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য একটি নিটিং মেশিন প্রদানের ঘোষণা দেওয়া হয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অগ্রযাত্রা, সাফল্য ও শিল্পখাতে শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি ২০২৫ থেকে ২০২৭ মেয়াদের টিনাবের নতুন কমিটি ঘোষণা করেন।
বিকালে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। শিক্ষার্থীদের নাচ, গান ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে আনন্দ ছড়িয়ে পড়ে পুরো প্রাঙ্গণে। পরে জনপ্রিয় ব্যান্ড দল অ্যাশেজ মঞ্চে উঠে পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তোলে। র্যাফেল ড্র আয়োজন অনুষ্ঠানে যোগ করে বাড়তি আনন্দ।
উচ্ছ্বাস, স্মৃতি আর বন্ধুত্বের আবেশে দিনশেষে পর্দা নামে টিনাব গ্র্যান্ড রিইউনিয়ন ২৫-এর। অংশগ্রহণকারীদের প্রত্যাশা, টেক্সটাইল খাতের অগ্রগতির সঙ্গে এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল পরিবার।
সাজু/নিএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর