ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ২টার সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
প্রতিবাদ সভায় টাঙ্গাইল ৭ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার মাসুদ পারভেজ, জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি মেহেদী হাসান মোমিন, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ইমন সিদ্দিকী, জুবায়েদ ইসলাম নিঝুম, জাকির সিকদার, উপজেলা ছাত্র শিশিরের সভাপতি আরাফাত হোসাইন, সেক্রেটারি মোজাহিদ মিয়া, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আজমান আলী প্রমুখ বক্তৃতা করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর