জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী ১৮তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকালে কলেজ প্রাঙ্গণে মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাডেটদের অংশগ্রহণে একটি সুসজ্জিত ও আকর্ষণীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের এ্যাডজুটেন্ট মেজর মাহাজেবিন খান, কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোকছেদুল ইসলাম রাজাসহ কলেজের বিভিন্ন পর্যায়ের সামরিক-বেসামরিক কর্মকর্তা, অনুষদ সদস্য ও ক্যাডেটবৃন্দ।
এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের তিনটি রাজিয়া, সিতারা ও তারামন হাউসে মোট ৩'শ জন ক্যাডেট অংশগ্রহণ করছে। ক্যাডেটদের দক্ষতা ও প্রতিযোগিতার মান বজায় রাখতে পুরো আয়োজনকে ছোট দল ও বড় দল এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। দুই বিভাগে সব মিলিয়ে মোট ২৫টি ইভেন্ট রয়েছে, যার মধ্যে ১২টি ফিল্ড ইভেন্ট এবং ১৩টি ট্রাক ইভেন্ট। আগামী ২৪ ডিসেম্বর এই বর্ণাঢ্য প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর