জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগেই এসব নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজন সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, একই অভিজ্ঞতা ও প্রস্তুতির আলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে জকসু নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবরা ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর এবং জকসু নির্বাচন কমিশনার।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর