ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইদিন ঢাবিসহ দেশের ৮ বিভাগীয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
জানা যায়, মোট ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে এ বছর ১ লাখ ১৯ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd) মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর