ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচই হওয়ার কথা ছিল ভারতের ভেন্যুতে। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সেখানে দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার ই-মেইলের মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে বিসিবি।
এর আগেই ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বিসিসিআইয়ের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছিলেন, বিশ্বকাপের মতো বড় আসরের সূচি হঠাৎ করে পরিবর্তন করা মোটেও সহজ নয়। তার ভাষায়, এটি হবে একেবারে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’।
তিনি আরও বলেন, প্রতিটি ম্যাচের সঙ্গে সংশ্লিষ্ট থাকে দলগুলোর বিমান ভ্রমণ, হোটেল বুকিং, সম্প্রচার স্বত্বসহ অসংখ্য প্রশাসনিক ও কারিগরি বিষয়। প্রতিদিন তিনটি করে ম্যাচ থাকায় একটি ম্যাচের ভেন্যু পরিবর্তন মানেই পুরো টুর্নামেন্টের সূচি ও ব্যবস্থাপনায় বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে, যা এই মুহূর্তে সামাল দেওয়া কার্যত অসম্ভব।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কট্টরপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে আইপিএলের ফ্রেঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়।
এতে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা। মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।
সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গতকাল শনিবার রাতে ফেসবুকে লেখেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছি পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানাতে।’
তিনি আরো লেখেন, ‘চুক্তির আওতায় থেকেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারতে গেলে নিরাপদ বোধ করবে না। তাই আমি বোর্ডকে অনুরোধ করতে বলেছি, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।’
তবে বিসিসিআই এই নিরাপত্তা ইস্যুর চেয়ে লজিস্টিক সংকটকেই বড় করে দেখছে। যদিও রাজনৈতিক কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে।
তবে বিসিসিআইয়ের যুক্তি, পাকিস্তানের বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল, যা বাংলাদেশের ক্ষেত্রে শেষ মুহূর্তে করা সম্ভব নয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর