ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দাবি করেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হাজার কোটি টাকা দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, এর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে দুদকের মাধ্যমে। তবে আসিফ মাহমুদ সম্প্রতি নির্বাচন কমিশনের সামনে এসে হুমকি দেখাচ্ছেন। নাছির বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান—এভাবে হুমকি দেওয়া চলবে না। ছাত্রদল এসব হুমকিতে ভয় পায় না।”
নাছির উদ্দীন আজ (১৯ জানুয়ারি) ইসির সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি উল্লেখ করেন, ছাত্রদল তিনটি ভিন্ন বিষয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে এবং গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে।
তিনি আরও অভিযোগ করেন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যালট নিজ নিজ বাড়িতে রেখেছিল। দুঃখজনকভাবে ২০২৬ সালে জামায়াতের বাসায় ব্যালট দেখা যাচ্ছে, যা ২০১৮ সালের ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে। বৈঠকে নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটের অনিয়ম স্বীকার করেছে এবং অনিয়ম দূর করার আশ্বাস দিয়েছে, তবে ব্যালট কীভাবে বাসায় পৌঁছালো তা পরিষ্কারভাবে জানাতে পারেনি।
নাছির উদ্দীন বলেন, “নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে কারও চোখ রাঙানিতে ভয় পাবেন না। নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
একই সঙ্গে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। নাছির উদ্দীন বলেন, “ভিসি এত মিথ্যা কথা কীভাবে বলতে পারেন, আমরা অবাক হই।” তিনি অভিযোগ করেন, ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছিল, যা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত শাবিপ্রবির ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিচ্ছিল। কিন্তু ভিসি গোপনে ছাত্রশিবিরকে চিঠির বিষয়টি জানিয়ে দেন এবং পরে ঢাকায় তদবির করে চিঠি রি-ইস্যু করিয়ে ২০ তারিখে নির্বাচন করার ঘোষণা দেন। এর ফলে প্রচারণার সুযোগ যথাযথভাবে পাওয়া যায়নি, যা একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য উপযুক্ত নয়।
তিনি আরও বলেন, শাবিপ্রবির ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য গঠিত ১৫ সদস্যের কমিটির মধ্যে ইতোমধ্যে ৮ জন পদত্যাগ করেছেন। এ অবস্থায় বিতর্কিত এই ভিসির পক্ষে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়।
নাছিরউদ্দীন নাছির বলেন, আমরা ভিসিকে তার পদ ছেড়ে দেয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাত পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবো।
কুশল/সাএ
সর্বশেষ খবর