
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবিতে বরিশাল নগরীতে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশি লাঠিচার্জের ঘটনায় কোন ছাত্রীর মৃত্যু হয়নি।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এর বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (৩১ জুলাই) শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশি লাঠিচার্জে এক শিক্ষার্থীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।
ডা. মনিষা চক্রবর্তী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল। সেখানে এসে পুলিশ হামলা করেছে। নারী শিক্ষার্থীদের আহত করেছে। আমি জানতে পেরেছি অর্ধশত শিক্ষার্থীদের আহত করেছে। অন্তত ১০/১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। যেভাবে গ্রেফতার চালিয়েছে, সেটাও ন্যক্কারজনক।
তিনি আরও বলেন, পুলিশ যেভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তাতেই তো একটি মহল গুজব ছড়ানোর সুযোগ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো বরিশালে ছড়িয়ে পড়েছে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর। পুলিশ যদি হামলা না করতো তাহলে তো আর এই গুজব ছড়াত না। শান্তিপূর্ণ আন্দোলনে কেন পুলিশ হামলা করলো। সরকার গুজব প্রতিহত করবে এখন। এটা সরকারের কাজ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রি বলেন, বরিশালে কোন শিক্ষার্থীর মৃত্যুর তথ্য আমাদের কাছে নেই। এটা পুরোপুরি গুজব। যারা এমন গুজব ছড়িয়েছে তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবিতে বরিশাল নগরীতে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশি লাঠিচার্জে সাংবাদিকসহ অর্ধশত মানুষ আহত হয়েছে। বুধবার বেলা ১১ টা থেকে নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার পর দুই ছাত্রীসহ ১২ জনকে হেফাজতে নিয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর