
দীর্ঘদিনের অস্থিরতা, দলীয় কোন্দল ও অনিশ্চয়তার পর অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন কমিটি।
১৫১ সদস্যবিশিষ্ট এই কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিরাজুল ইসলাম।
শুক্রবার (৯ মে) দুপুরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদনের খবর জানানো হয়। নবগঠিত কমিটির শীর্ষ দুই নেতা—সভাপতি শ্যামল ও সম্পাদক সিরাজ—নিউজটিকে নিশ্চিত করেছেন।
এর আগে, ২০২৪ সালের ২৮ ডিসেম্বর এবং ১৮ জানুয়ারি দুই দফায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও অভ্যন্তরীণ বিরোধ ও দলীয় বিভাজনের কারণে তা বারবার পিছিয়ে যায়। সম্মেলনের ঘোষণার পর জেলাব্যাপী শুরু হয় উত্তেজনা—দলীয় একটি প্রভাবশালী অংশ প্রকাশ্যে সম্মেলনের বিরোধিতা করে এবং প্রতিহত করার ঘোষণা দেয়।
এমন টানাপোড়েনের মধ্যেই ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রথম অধিবেশন—কিন্তু সেটিও হয় মূল শহরের পরিবর্তে আশুগঞ্জ উপজেলা সদরে। সেখানে কাউন্সিল পর্ব না হলেও অনুষ্ঠিত হয় সমাবেশ। দায়িত্ব কাঁধে তুলে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অবশেষে সকল দ্বিধা-দ্বন্দ্ব পেরিয়ে ঘোষণা এলো পূর্ণাঙ্গ কমিটির। নতুন নেতৃত্বের হাত ধরে জেলার বিএনপি নতুনভাবে সংগঠিত হয়ে সামনে এগিয়ে যাবে—এমনই প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর