
‘গুজবকে দাবানল হতে দিবেন না’ বলে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডÐ পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি আর্থিক সহায়তা প্রদান, ক্রীড়া সামগ্রী বিতরণ, সেলাই মেশিন বিতরণ, এতিম শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পোশাক বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ অনুরোধ জানান।
তিনি বলেন, অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয় ছাড়াও বিভিন্ন বিষয়ে গুজবের ছড়া ছাড়ি দেখা যায়। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সাংবাদিকদের দায়িত্ব এই সব গুজব রোধে ভূমিকা রাখা।
তিনি আরো বলেন, সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অনেক ধরনের কর্মসূচি অব্যাহত রেখেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও সুবিধাজনক অবস্থানে থাকা জনগোষ্ঠীর মধ্যে পার্থক্য যতটুকু কমিয়ে আনতে পারবো ততটুকুই আমাদের সার্থকতা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর