
টাঙ্গাইলের গোপালপুরে মশার কয়েল থেকে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে দরিদ্র কৃষকের গোয়ালঘরসহ ৩টি গরু পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে আলমনগর মধ্যপাড়ার আঃ আজিজের ছেলে আঃ গফুরের (৫১) গোয়ালে এ দুর্ঘটনা ঘটে।
মুহূর্তের মধ্যে গোয়ালের আগুন অন্য ঘরে লেগে আসবাবপত্র পুড়ে যায়। এতে ঘরসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, দিনমজুর ওই কৃষকের শেষ সম্বল বলতে গরু তিনটিই ছিল। দেনার দায়ে জর্জরিত সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। এবার কোরবানির ঈদে গরু বিক্রি করে দেনা পরিশোধ করে সংসারে কিছুটা সচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তার। অগ্নিকাণ্ড গরুর সাথে তার স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিল। এখন সে নিঃস্ব।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে রাতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলে গোয়াল ঘরে আগুন দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরমান/সাএ
সর্বশেষ খবর