
টাঙ্গাইলের মির্জাপুরে ৬০ ড্রাম পামওয়েলসহ ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা অংশে এই ঘটনা ঘটে।
ড্রাইভারের সহযোগী টিটু বলেন, বৃহস্পতিবার সকালে ৬০ ড্রাম পামওয়েল নিয়ে চট্রগ্রাম থেকে (ঢাকা মেট্রো ট- ২৪-৪৮২৯) ট্রাকযোগে বগুড়ার দুপচাচিয়াতে যাওয়ার উদ্দেশে রওনা হন তারা। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর পৌছলে পিছন দিক থেকে একটি নীল রংয়ের পিকআপ তাদের গাড়িকে ব্যারিকেড দেয়। ওই পিকআপে থাকা ৮-১০ লোক দ্রæত এসে তাকে ও ড্রাইভারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-চোখ বেঁধে ফেলে তাদের পিকআপে নিয়ে যায়।
তাদেরকে জিম্মি করার সময় ডাকাতরা তাদেরকে বৈদ্যুতিক শক প্রদান করতে পারে এমন একটি যন্ত্র দিয়ে বারবার বার আঘাত করে।
এতে তারা শারীরিকভাবে কিছু সময়ের জন্য স্থবির হয়ে পড়েন। এরকিছুক্ষণ পর তাদেরকে মহাসড়কের দেলদুয়ার অংশের নাসির গ্যাস ফ্যাক্টরির সামনে ফেলে তৈলের ড্রামসহ ট্রাকটি নিয়ে চলে যায়।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর