
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে হাজেরা খাতুন (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামে এ ঘটনা ঘটে। হাজেরা খাতুন খোরশেদ আলমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজেরা খাতুন দুপুরে নাতনিকে আনতে হাজী মোড় এলাকার একটি মাদ্রাসায় যান। ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার নাতনি অক্ষত রয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর