কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর মোল্লাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের বেজমেন্টের গর্তে জমে থাকা পানিতে ডুবে আজ রবিবার দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হলো ওবায়দুল্লাহ (৪)। সে উত্তর মোল্লাপাড়া গ্রামের মমিন মিয়ার ছেলে। অন্য শিশু ফাহাদ হোসেনের (৫) বাড়ি জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া এলাকায়। ফাহাদের বাবা মকবুল হোসেন সৌদি প্রবাসী। তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাই।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে খেলার সময় ওবায়দুল্লাহ ও ফাহাদ সবার অগোচরে নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় স্থানীয়রা গর্তে তাদের ভাসমান অবস্থায় দেখতে পায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর