
দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকায় মাইনী নদীর সঙ্গে সংযুক্ত একটি ছোট নদীর মোহনায় ডুবে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে লাকড়ি ধরতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় আরিয়ান নামের শিশুটি।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ মিলনপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে আরিয়ান। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর ওই অংশে পানির গভীরতা ও স্রোতের তীব্রতা বেশি থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়। পরবর্তীতে রাঙামাটি থেকে ডুবুরি দল এসে দুপুর আড়াইটার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার পংকজ বড়ুয়া জানান, সংযোগস্থলে পানির গভীরতা অনেক বেশি ছিল এবং স্রোতও প্রবল ছিল। প্রাথমিকভাবে তারা চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে রাঙামাটি থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ সম্পন্ন করে।
কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা জানান, এই দুর্ঘটনায় শিশুটির পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর