
কুমিল্লা জেলার বুড়িচংয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কালিকাপুর উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জয়নুল ও এএসআই সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানে কুমিল্লা-বাগড়া সড়কে ঘোষ মাতৃ ভান্ডার দোকানের সামনে সন্দেহজনকভাবে দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে কালো স্কচটেপে মোড়ানো ২ হাজার করে মোট ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের পাঁচোড়া (গাজী বাড়ী) এলাকার বাসিন্দা গাজী ময়নাল হোসেন (৫৫) এবং একই ইউনিয়নের পাঁচোড়া গ্রামের রত্না আক্তার (৩০)। রত্না আক্তারের স্বামীর নাম ফিরোজ আহম্মেদ এবং তার পিতার নাম ইউনুছ আলী।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশ প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। বুড়িচংকে মাদকমুক্ত রাখতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর