
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের পাশে সেলিম মার্কেটে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জিহাদ ইসলাম (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জিহাদ সাহেবাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেঙ্গুর বাড়ির আব্দুল বারেকের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জিহাদ দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন। দেশে ফিরে তিনি গোপালগঞ্জের এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসার কিছুদিন ভালো চললেও পরবর্তীতে স্ত্রীর সাথে তার মনোমালিন্য শুরু হয় এবং স্ত্রী বাপের বাড়ি চলে যান।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ আজ সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী জানান, জিহাদ বিদেশ ফেরত যুবক ছিলেন। দেশে এসে ডিস লাইনের ব্যবসা করতেন। রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর